আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা অভিযানের প্রচারে আগরতলায় সচেতনতামূলক র‍্যালিঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, আগরতলা,আরশিকথাঃ


    দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা অভিযানের প্রচারে আজ আগরতলায় সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন  আদালতে কর্মরত বিচারকরা। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে এই র‍্যালি আগরতলা আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।


    র‍্যালিতে পশ্চিম জেলার জেলা ও দায়রা বিচারক শুভাশিস শর্মা রায়, পারিবারিক আদালতের বিচারক হৃষীকেশ চক্রবর্তী , রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী , সিজেএম সৈকত দাস ছাড়াও অন্যান্য বিচারকরা অংশ নেন। এছাড়াও আইনজীবী, আদালত কর্মী ,অধিকার মিত্ররা র‍্যালিতে হাঁটেন।


    উল্লেখ্য, দেশব্যাপী গত ১ জুলাই থেকে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার বিশেষ অভিযান চলবে। রাজ্যে এই অভিযানে প্রায় এক হাজার মামলা নিষ্পত্তির জন্য মিডিয়েশন কেন্দ্রগুলিতে পাঠানো হয়েছে।

    হাইকোর্ট ছাড়াও রাজ্যের সবকটি জেলায় একটি করে মিডিয়েশন সেন্টারে এই প্রক্রিয়া চলছে বলে জানান রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ


    ছবি ও তথ্যঃ সুমিত কুমার সিংহ

    ৮ই আগস্ট, ২০২৫
     

    3/related/default