বিশ্ব উষ্ণায়ন রোধ করতে হলে বৃক্ষরোপণই একমাত্র রাস্তা। এর যথার্থতা বিশ্বের সাথে ভারতবাসী ও বুঝতে পারছে আস্তে আস্তে। সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপনে এবং বৃক্ষ নিধন রোধ করে বৃক্ষের যত্ন নেওয়ার দিকে ঝুঁকছে ভারতবাসী। চলছে বৃক্ষরোপনের মাস। আজকে জোরে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। জনপ্রতিনিধিরে দৃষ্টান্ত স্থাপন করে। যা দেখে আকৃষ্ট হয় অন্যরাও।
শুক্রবার সরকারি বাসভবন থেকে মহাকরণের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় একটি গাছ হেলে পড়ে থাকতে দেখেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে রাধানগর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গাছটির পরিচর্যা করেন।তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যারা গাছ প্রেমী, যারা বৃক্ষ প্রেমিক তারাই এ সমস্ত কাজে এগিয়ে আসবে । পাশাপাশি তিনি আগামী প্রজন্মের জন্য বিশ্বকে বাঁচিয়ে রাখতে হলে একটি গাছ কাটলে দশটি গাছ লাগানোর পরামর্শও দেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৮ই আগস্ট ২০২৫