নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যের চারটি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চিহ্নিত করা হয়েছে এবং এগুলির কাজও চলছে। বুধবার সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব দেব জানান, তার উত্থাপিত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে জানিয়েছেন, ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর, ত্রিপুরার এই চারটি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও লেখেন, দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় রেল স্টেশন গুলির আধুনিকীকরণ, উন্নত পরিষেবা ও যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে এই মর্মে উন্নয়নের কাজ সর্বশেষ ইউপি সরকারের সময়ের তুলনায় মোদীর নেতৃত্ত্বাধীন কেন্দ্রীয় সরকারের সময়ে প্রায় ৬.৫ গুন বৃদ্ধি পেয়েছে। এদিন তিনি অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ত্রিপুরার চিহ্নিত ৪ টি স্টেশনের উন্নয়ন ও চলমান কাজের পরিসংখ্যান তুলে ধরেন। সাংসদ জানান আগরতলা স্টেশনে লিফ্টের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ১২ মিটার ফুট অভার ব্রিজ এবং স্টেশন বিল্ডিং এর কাজগুলি গৃহীত হয়েছে। তেমনি, ধর্মনগর স্টেশনে প্ল্যাটফর্ম সেল্টার, এপ্রোচ রোড এবং বাউন্ডারী দেয়ালের কাজ সম্পন্ন হয়েছে। সার্কুলেটিং এরিয়া, ১২ মিটার ফুট ব্রিজ এবং এসকেলেটরের উন্নতির কাজগুলি গৃহীত হয়েছে। কুমারঘাট স্টেশনে ১২ মিটার ফুট ওভার ব্রিজ, সার্কুলেটিং এরিয়ার উন্নতি, অ্যাপ্রোচ রোড, নতুন ওয়েটিং হল এবং প্ল্যাটফর্ম শেলটারের কাজ হাতে নেওয়া হয়েছে। উদয়পুর স্টেশনে ১২ মিটার ফুট ওভার ব্রিজ, ওয়েটিং হল সহ বিভিন্ন দিকের উন্নতির কাজ গৃহীত হয়েছে।
Akb tv news
20.08.2025