ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮১তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করল প্রদেশ কংগ্রেস।
এদিন সকালে আগরতলার কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি অন্যান্য শাখা সংগঠনের পতাকাও উত্তোলন করা হয়। পরবর্তীতে কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর পূর্ণবায়ন মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। তারপর গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা।
প্রসঙ্গত কংগ্রেস দল রাজীব গান্ধীর জন্ম দিবসটিকে সৎ ভাবনা দিবস হিসেবে পালন করে থাকে।
সাংবাদিকদের মুখোমুখি হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দেশকে এগিয়ে নিয়ে যেতে রাজীব গান্ধীর স্বপ্ন ও আদর্শকে মনে রেখে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। আজকের দিনটিকে সামনে রেখে যুব কংগ্রেস ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২০ আগস্ট, ২০২৫