আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্তের ২০ বছরের জেল।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    গৃহ শিক্ষিকার বাড়িতে পড়তে গিয়ে গৃহ শিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষনের শিকার হয়েছিল ১১ বছরের এক নাবালিকা। এই ঘটনাটি ঘটেছিল কুমারঘাট থানা এলাকায়। ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত এক আসামিকে দোষী সাব্যস্ত করেছে। ষষ্ঠ শ্রেণির ছাত্রী তার এক গৃহ শিক্ষিকার বাড়িতে যেত পড়ার জন্য। গৃহ শিক্ষিকা যখন বাড়িতে পূজা দিতেন অথবা বাড়িতে থাকতেন না সেই সুযোগকে কাজে লাগিয়ে মহিলার স্বামী হর কুমার দেবনাথ নাবালিকাকে প্রায়ই ধর্ষণ করত বলে অভিযোগ। ২০২৩ সালের ৫ই জুলাই নাবালিকাটি  শিক্ষিকার বাড়িতে যাবার পর আর সেই শিক্ষিকার বাড়িতে যেতে রাজি হত না। পরবর্তী সময়ে  নাবালিকার পরিবারের লোকেরা জানতে পারে তাদের মেয়েকে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করা হত। এরপর মেয়েটির বাবা ৮ই জুলাই কুমারঘাট থানায় হরকুমার দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার মহিলা ইন্সপেক্টর মন্দিরা দেবনাথ ২০২৩ সালের ৩১শে জুলাই মামলার চার্জশিট জমা করেন। এই মামলায় মোট বারো জন সরকার পক্ষে সাক্ষী দেন। বৃহস্পতিবার স্পেশাল জজ অমরেন্দ্র কুমার সিং আসামি হরকুমার দেবনাথকে চূড়ান্ত রায়ে ২০ বছরের জেল, ১১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের জেল থাকার সাজা  শোনান। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পি পি সুনির্মল দেব। এই বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন স্পেশাল পি পি সুনির্মল দেব এবং আইনজীবী সন্দীপ দেবরায়।



    Akb tv news  

    14.08.2025

    3/related/default