নিজস্ব প্রতিনিধিঃ
৯০,০০০ ইয়াবা ট্যাবলেট কাণ্ডে জড়িত সঞ্জয়
সূত্রধরকে গ্রেফতার করেছে আমতলী থানার পুলিশ। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে
বিস্তারিত তথ্য তুলে ধরেন আমতলী থানার ওসি পরিতোষ দাস।তিনি বলেন, গত ৭ই আগস্ট ৯০,০০০
ইয়াবা ট্যাবলেট সহ সমীর সুত্রধর নামে একজনকে আটক করি। এর সঙ্গে তার অটোটিও আটক করা
হয়। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সমীর সুত্রধর সঞ্জয় সূত্রধরের
ভাইয়ের কাছ থেকে এই ট্যাবলেট গুলি নিয়ে আসছিল। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা সঞ্জয়
সূত্রধরকে গ্রেফতার করেছি বলে তিনি জানান। রবিবার তাকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে
আদালতে হাজির করা হয়।
Akb tv news
17.08.2025