নিজস্ব প্রতিনিধিঃ
রাবার বাগান থেকে একটি ড্রোন উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল লেফুঙ্গা থানার অন্তর্গত কালাপানিয়া এলাকায়।জানা যায়, রবিবার সকালে লেফুঙ্গা থানাধীন লেম্বুছড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত লেম্বুছড়া কালাপানিয়া এলাকায় আকাশ দেববর্মা নামে এক যুবক রাবার বাগানে কাজ করতে গিয়ে ড্রোনটি পড়ে থাকতে দেখতে পায় এবং স্থানীয়দের খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ সহ লেম্বুছড়া ফাঁড়ির পুলিশ।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, এটি একটি সাধারণ ড্রোন। এরপর ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
Akb tv news
17.08.2025