ভবন্স ত্রিপুরা বিদ্যামন্দিরে শনিবার ৯ই আগষ্ট ২০২৫ তারিখে বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে শীর্ষস্থানীয় শিক্ষার্থীদের তাদের মেধা ভিত্তিক সম্মান জানাতে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি অরিন্দম লোধ (ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন আগরতলা) সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর নচিকেতা মিত্তল (রেজিস্টার,জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরা)। এছাড়া বিশেষ আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ভারতীয় বিদ্যাভবন আগরতলা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান তপন লোধ, এবং ভবন্স টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রজত দে। যাদের সদয় উপস্থিতি অনুষ্ঠানের তাৎপর্যকে আরও বাড়িয়ে তুলেছিল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার এবং ভারতীয় বিদ্যাভবনের আগরতলা কেন্দ্রের চেয়ারম্যান দেবাশিস চক্রবর্তী। এদিনের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ এর মধ্য দিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষা স্বপ্না সোম কৃতি বিদ্যার্থীদের উৎসাহিত করেন। এদিন প্রধান অতিথি বিচারপতি অরিন্দম লোধ (ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন আগরতলা) তার বক্তব্যে পুরস্কার প্রাপকদের আন্তরিক অভিনন্দন ও একাডেমিক উৎকর্ষতা তার পাশাপাশি সামগ্রিক উন্নয়নের পরিকাঠামো দেখে বিদ্যালয়ের ভুয়শী প্রশংসা করেন। এদিনের এই আনন্দঘন অনুষ্ঠানের স্বীকৃতির অংশ হিসেবে ছিল তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে “মেধা ভিত্তিক পুরস্কার প্রদান”,ছিল ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্য থেকে “হরলাল মেধা পুরস্কার প্রদান, ছিল বোর্ড পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর প্রাপকদের “শিক্ষণ ভারতী মেধাভিত্তিক শংসাপত্র প্রদান”।এছাড়া এদিন বিদ্যালয়ের শীর্ষস্থানীয় বিদ্যার্থীদের প্রশংসনীয় ফলাফল এবং ১০০ শতাংশ বিদ্যালয়ে উপস্থিতির জন্য তাদের হাতে শংসাপত্র সহ পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১০ই আগস্ট, ২০২৫