নিজস্ব প্রতিনিধিঃ
নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে এক চোর এবং নির্মাণ সামগ্রিক ক্রয় করা দোকান মালিককে গ্রেপ্তার করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ বুধবার জানিয়েছেন, গত ২রা আগস্ট রাজধানীর প্রান্তিক ক্লাব সংলগ্ন জনৈক তমাল সাহার বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরি হয়। কপার তার সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর। পরবর্তী সময়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত চোরের খোঁজে সন্ধান শুরু করে। বুধবার ভোর নাগাদ রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে অভিযুক্ত চোরকে আটক করা হয়। সে স্বীকার করেছে চুরি যাওয়া সামগ্রী গুলি নিয়ে সে ভাঙাচোরা দোকানে বিক্রি করেছে। তার বক্তব্য অনুসারে ওই দোকানে গিয়ে দোকান মালিক বিশ্বজিৎ মালাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে নিয়ে অন্যান্য চুরি কাণ্ডের তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ অধিকারীক।
Akb tv news
06.08.2025