নিজস্ব প্রতিনিধি.
একটি যাত্রীবাহী বাসে এক জনজাতি যুবতীর শ্লীলতাহানির ঘটনায় বিশ্রামগঞ্জে উওেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাতে সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে তীব্র উত্তেজনা ছড়ায়। ওই যাত্রীবাহী বাসে করা হয় ভাঙচুর।ঘটনায় বাসে থাকা যাত্রীরা অল্প বিস্তর আহত হয়। জানা গেছে, এই বাসটি এদিন যাত্রী নিয়ে আগরতলা থেকে সোনামুড়ায় যাচ্ছিল।কিন্তু মাঝ রাস্তায় ওই বাসে এক জনজাতি যুবতীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করেই মূলত ভাংচুর করা হয় বাসটি।এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা।ক্ষুব্ধ এলাকাবাসী সেই বাসটি আটক করেছে।ঘটনার পর বাসে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে এম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর শ্লীলতাহানির শিকার হওয়া ওই উপজাতি যুবতিকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখান থেকে তাকে বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসার জন্য। ওই যুবতি বহিঃ রাজ্যে এয়ার হোস্টেজ।ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
Akb tv news
06.08.2025