নিজস্ব প্রতিনিধি,
সুপ্রিম কোর্টের নয়া পর্যবেক্ষণ l শুক্রবার শব্দবাজি সংক্রান্ত এক রায়ে সুপ্রিম কোর্ট দিল্লি এবং দেশের অন্যান্য শহরের জন্য একই নিয়মের কথা বলেছে। সুপ্রিম কোর্টের দাবি শুধু দিল্লি নয়, সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি। শব্দবাজি সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।দিল্লি-এনসিআর অঞ্চলে বাজি বিক্রি, সংরক্ষণ, পরিবহণ এবং উৎপাদন নিষিদ্ধ করার নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। ৩ এপ্রিলের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বাজি নির্মাতারা। তাঁদের দাবি, এই শিল্পের সঙ্গে অনেক পরিবার জড়িত যাদের উপর এই সিদ্ধান্ত প্রভাব ফেলছে। এদিন সেই মামলার শুনানির সময়ই শীর্ষ আদালত এই মন্তব্য করে। প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, “যদি দেশের রাজধানী অঞ্চলের শহরগুলির দূষণমুক্ত বাতাসের অধিকার থাকে, তাহলে অন্যান্য শহরের মানুষের কেন থাকবে না? যে নীতিই থাকুক না কেন, তা সর্বভারতীয় স্তরে হওয়া উচিত। আমরা কেবল দিল্লির জন্য নীতি তৈরি করতে পারি না। করতে হলে সারাদেশে করতে হবে l
akb tv news
12.09.2025