আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রদ্যুৎ হতাশা থেকে বিতর্কিত মন্তব্য করেছেন ll বিধায়ক সুদীপ রায় বর্মণ ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    ত্রিপুরা রাজ্যের মালিক হল জনগণ। তাই রাজ্যে আমার, আপনার, প্রদ্যোতবাবু সহ সকল অংশের মানুষের অধিকার রয়েছে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত কিশোর দেবর্বমণের মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাঁর দাবি,আসলে প্রদ্যোত হতাশা থেকে বিতর্কিত মন্তব্য করেছেন। এর কারণ, সামনেই ভিলেজ কমিটির নির্বাচন l কিন্তু এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। তিপ্রাসাদের কি জবাব দেবেন তিনি।প্রসঙ্গগত, কিছুদিন আগে তিপরা মথার কর্মী ডেবিড মুড়াসিং-র উদ্যাোগে দিল্লির যন্তর মন্তরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিম তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। ওই সভায় ত্রিপুরার মালিক বলে নিজেকে আখ্যায়িত করেছেন তিনি। ওই বিতর্কিত মন্তব্যের জেরে গোটা রাজ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর জবাবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, ত্রিপুরার মালিক জনগণ। রাজ্যে আমার, আপনার, প্রদ্যোত বাবু সহ সকল অংশের মানুষের অধিকার রয়েছে। 




    akb tv news 

    11.09.2025

    3/related/default