আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    লাগাতর ভারী বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্র ll ১০ জনের মৃত্যু ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি, 

     বিরামহীন বর্ষণে বিপর্যস্ত গোটা মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। ১১,৮০০জনকে উদ্ধার করা হয়েছে। মুম্বইয়ে শনিবার থেকে প্রবল বর্ষণ চলছে। জানা গিয়েছে, নাসিকে চারজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বাড়ি চাপা পড়ে। দুর্যোগে ধারাশিব ও অহল্যনগরে ৪ জন প্রাণ হারিয়েছে। জালনা ও ইয়াবত্মালে মোট ২ জনের মৃত্যু হয়েছে।প্রবল বর্ষণের কারণে গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কওয়াড়ি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। বন্যার আশঙ্কার মধ্যে রয়েছে ছত্রপতি সম্ভাজিনগরে। সেখানকার ৭,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় এলাকায় ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। মহারাষ্ট্র জুড়ে ১৬টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে, পুণের সদর দপ্তরে আরও দু’টি দল প্রস্তুত রাখা হয়েছে বন্যা কবলিত পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য। 






    akb tv news 

    29.09.2025

    3/related/default