আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে মহা সপ্তমী পূজা অনুষ্ঠিত ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

     সোমবার ছিল মহাসপ্তমী। পুজোর আনন্দে মাতোয়ারা গোটা ত্রিপুরাবাসী। পাশাপাশি, রীতি রীতি মেনে আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হয়েছে মহা সপ্তমী পূজো। দূর্গা বাড়িতে পুজার্চনায় মগ্ন হয়েছেন ভক্তরা। দুর্গাবাড়ির পূজা শুধু ধর্মীয় দিক থেকেই নয়, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবেও ত্রিপুরাবাসীর গর্ব। তাই এখানে পূজোর দিনে মানুষের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও অংশ নেন এই মহোৎসবে। এ প্রসঙ্গে দুর্গা বাড়ির পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য জানান এই মহাসপ্তমী উপলক্ষে মায়ের পুজার বিভিন্ন বিষয়ে। তিনি জানান মহাসপ্তমী রবিবারই শুরু হয়েছে এবং এদিন দুপুর ১২ টা ৪৮ মি. পর্যন্ত থাকবে। তিনি জানান এই দুর্গা বাড়ির পুজা ১৪৯ বছর ধরে চলে আসছে। বৈদিক রীতিনীতি অনুযায়ী এই পুজা হচ্ছে। যা আগে থেকেই প্রচলিত ছিল। 






    akb tv news 

    29.09.2025

    3/related/default