আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শাসক দলের তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ll AKB TV News………।।*

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    সম্প্রতি প্রধানমন্ত্রীর মা’কে নিয়ে বিহারে কংগ্রেস ও আর জে ডি যে কুরুচিকর মন্তব্য করেছিল, তারই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে রাজধানীর কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত করে শাসক দল বিজেপি।এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে।ভাবতে পারছি না যে কংগ্রেস ভবনের সামনে এধরনের কর্মসূচি করার জন্য আরক্ষা প্রশাসন কিভাবে অনুমতি দিল। এধরনের কর্মসূচি সংগঠিত করে বিরোধী দলের যারা কেন্দ্রীয় নেতৃত্ব দলের শীর্ষ স্থানীয় নেতৃত্ব সম্পর্কে যে ধরনের মন্তব্য ছুঁড়ে দেওয়া হয়েছে এটা শুধু অশালীনই নয়, এটা শিষ্ঠাচারের বিষয়। আমরা বারং বার বলেছি যে এই দলটা শিষ্ঠাচারে বিশ্বাসী। এরা বিভেদকামী শক্তি ও বিচ্ছেদকামী দলকে মদতকারি বলে তিনি জানান। 

     





    Akb tv news 

    02.09.2025

    3/related/default