নিজস্ব প্রতিনিধি,
মঙ্গলবার সকালে খোয়াই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, খোয়াই জেলার জেলা শাসক ও খোয়াই জেলার জেলা সভাধিপতি অপর্ণা সিংহ রায় সহ অন্যান্যরা। বৈঠকে বিভিন্ন ব্লকের BDo, ব্লক অধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে মন্ত্রী জানান, আজ এখানে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পঞ্চায়েত সিস্টেমের আধার হিসেবে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত নিয়ে এই বৈঠক করা হয়। বৈঠকে ১৫তম ফাইনান্স কমিশন থেকে যে টাকা আমাদেরকে দেওয়া হয়, রাজ্য সরকার থেকে যে টাকা দেওয়া হয় সেই টাকা কি কি খাতে খরচ করা হয়েছে , আর যে টাকা রয়ে গেছে তা কিভাবে খরচ করা হবে তানিয়ে আলোচনা করা হয় বলে তিনি জানান।
Akb tv news
02.09.2025

