নিজস্ব প্রতিনিধি,
আগামী ২০৩০ সালের মধ্যে ত্রিপুরা রাজ্যকে আলু ও আলুবীজ উৎপাদনে স্বনির্ভর করার লক্ষ্যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর একাধিক পদক্ষেপ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার–এর সঙ্গে চুক্তি করা হয়েছে। শুক্রবার এতথ্য জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ। তিনি আগরতলায় ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের ডিরেক্টর জেনারেল সাইমন হেক ও কান্ট্রি ম্যানেজার নিরোজ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। মন্ত্রী জানান, বর্তমানে ত্রিপুরায় ২৩ হাজার ৭৪৬ জন আলুচাষি রয়েছেন l ৪৭ হাজার ৬৩৭ কানি জমিতে, অর্থাৎ প্রায় ৭,৬২২ হেক্টর জমিতে আলুচাষ হচ্ছে। তিনি বলেন, আগে হেক্টরপ্রতি আলু উৎপাদন ছিল ১৯.১৬ মেট্রিক টন। আগে রাজ্যে আলুর বীজ আসত সংরক্ষিত আলু থেকে কিংবা পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আগরতলার মহারাজগঞ্জ থেকে। কিন্তু এর গুণগত মানের কোন নিশ্চয়তা ছিল না, উৎস ছিল অনির্দিষ্ট এবং উৎপাদনও হত খুবই কম। পরে রাজ্যে ট্রু পটেটো সিডস চালু করা হয়। তবে এটি ব্যয়বহুল এবং দক্ষ শ্রমিক প্রয়োজন। নাগিছড়া গবেষণা কেন্দ্র ছাড়া এর উৎপাদন সম্ভব ছিল না এবং উৎপাদনও তেমন বড়সর ছিল না বলে তিনি জানান l
akb tv news
12.09.2025