নিজস্ব প্রতিনিধি,
রাজধানীর পুলিশ লাইনের কোয়াটারে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। বিষয়টি নিয়ে পুলিশ দপ্তর আগরতলা পুর নিগমের কাছে সংস্কারের আবেদন জানিয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই শুক্রবার রাস্তার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে সেখানে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।মেয়র দীপক মজুমদার জানান, পুজোর আগে রাস্তা যাতে যান চলাচলের উপযোগী করা যায়, তার উদ্যোগ নেওয়া হবে। আর পুজোর পরে পুরো রাস্তার সংস্কার কাজ সম্পূর্ণ করা হবে। পুর নিগমের পক্ষ থেকে আশ্বাসে স্বস্তিতে পুলিশ লাইনের কোয়াটারে বসবাসরত পরিবারগুলি।
akb tv news
12.09.2025