নিজস্ব প্রতিনিধি,
আমতলীর বাইপাস সংলগ্ন ওভেল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্মাণ সাইট থেকে রড-সহ বিভিন্ন সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গত ১৩ই সেপ্টেম্বর রাতে ওই সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনার পরিপ্রেক্ষিতে কোম্পানির সেফটি অফিসার আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এরপর অভিযোগ হাতে পেয়ে তদন্তে নেমে মামলার তদন্তকারী অফিসার এসআই সৌরভ সাহা চারজনকে আটক করেন। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ১৫০টি রডের মধ্যে মোট ৬২টি ১৬ মিমি রড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে বাকি রডগুলিও উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।সোমবার আটককৃত চারজনকে আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল চারিপাড়া পুলিশ পাড়ার আবদুল আমিন, হাপানিয়া কড়ইমুড়া এলাকার দীপঙ্কর সূত্রধর, বট্টপুকুর কালীতলার দেবাশীষ দে এবং কল্যাণ পাড়ার প্রিয়তোষ সরকার।
akb tv news
15.09.2025