আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সমস্ত নীতি নির্দেশনা মেনেই রবীন্দ্র ভবন চত্বরে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে ll অর্থমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    সমস্ত নীতি নির্দেশনা মেনেই রবীন্দ্র শত বার্ষিকি ভবন চত্বরে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে। সোমবার এমনটাই দাবি করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।
    রবীন্দ্র ভবন চত্বরে একটি বার খোলাকে কেন্দ্র করে এর বিরোধিতায় গর্জে উঠেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের নাইট ক্লাব খোলার অনুমতি দেওয়া কোনভাবেই রাজ্য সরকারের উচিত হয়নি। অবিলম্বে এটি এখান থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বিরোধীরা। এই বিষয়ে এদিন স্পষ্টিকরণ দিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মন্ত্রীর কথায়, অর্থ দপ্তর থেকে যে অনুমতি দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ নীতি নির্দেশনা মেনেই দেওয়া হয়েছে। মূলত জেলা শাসকের কাছে লাইসেন্সের আবেদন জানানো হয় বলে তিনি জানান।








    akb tv news 
    15.09.2025
    • নবীনতর

      সমস্ত নীতি নির্দেশনা মেনেই রবীন্দ্র ভবন চত্বরে বার খোলার অনুমতি দেওয়া হয়েছে ll অর্থমন্ত্রী ll AKB TV News

    3/related/default