নিজস্ব প্রতিনিধি,
ঊনকোটি জেলায় প্রথম রিভিউ মিটিং করলেন রাজ্যের নয়া মন্ত্রী কিশোর বর্মন।বুধবার বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই অনুষ্ঠিত হল মন্ত্রী কিশোর বর্মনের রিভিউ মিটিং। এদিন দুপুরে ঊনকোটি জেলার সার্কিট হাউজের কনফারেন্স হলে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই অনুষ্ঠিত হয় পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিং। বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক তমাল মজুমদার ও সহকারী সভাধিপতি সন্তোষ ধর সহ বিভিন্ন লাইন দপ্তরের প্রতিনিধিরা।বৈঠকে মন্ত্রী কিশোর বর্মন জানান—“আজকের রিভিউ মিটিং মূলত ত্রি-স্তর পঞ্চায়েতের কার্যক্রম নিয়ে হয়। গত বছর ত্রিপুরা সারা দেশের মধ্যে সাতটি পুরস্কার অর্জন করেছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে ১০০ শতাংশ স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং নির্ধারিত সময়ে পুনরায় অগ্রগতি পর্যালোচনার জন্য বৈঠক অনুষ্ঠিত হবে।”
Akb tv news
03.09.2025