আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কেন্দ্র ও চার রাজ্যকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের চার রাজ্য বন্যায় বিপর্যস্ত। এই পরিস্থিতিতে নির্বিচারে গাছ কাটা নিয়ে কেন্দ্র ও ওই  চার রাজ্যের সরকারকে তুলোধোনা করল সুপ্রিম কোর্ট। অবৈধ বৃক্ষনিধন নিয়ে শীর্ষ আদালত বৃহস্পতিবার মন্তব্য করে, প্রকাশ্যে আইন ভাঙা হচ্ছে। এই বিষয়ে চার রাজ্য এবং কেন্দ্র সরকারকে নোটিস পাঠিয়ে জবাবদিহি চাইল দুই বিচারপতির বেঞ্চ।মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ধসে মৃত্যু হচ্ছে মানুষের, ভেঙে পড়ছে যোগাযোগ ব্যবস্থা। উত্তরাখণ্ড,  হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, পাঞ্জাবের পর একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি। রাজধানী লাগোয়া নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং ফরিদাবাদও জলে ভাসছে। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। বুধবার নয়াদিল্লি বিমান বন্দরের  ৩৪০টি উড়ান দেরিতে ওঠা-নামা করেছে। যমুনার জল বিপদসীমার উপরে বইছে। এই অবস্থায় বৃহস্পতিবার বন্যা এবং এলাকায় অবৈধভাবে গাছ কাটার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা ওঠে প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে।শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, “আমরা অভূতপূর্ব বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি মুখোমুখি। পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের মত রাজ্যগুলিকে নোটিশ জারি করা হচ্ছে।” বর্তমান পরিস্থিতির সঙ্গে নির্বিচারে গাছ কাটার সম্পর্ক রয়েছে বলেই মনে করেন বিচারপতি গাভাই। তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে অবৈধভাবে গাছ কাটা চলছে।”

     

     


    Akb tv news 

    04.09.2025


    3/related/default