নিজস্ব প্রতিনিধি:
ভারতের আর্থিক চিত্র সম্পূর্ণ রূপে বদলে গিয়েছে গত পাঁচ বছরে।
ভারত হয়ে উঠেছে ডিজিটাল ইন্ডিয়া।সরকারের ধারাবাহিক সংস্কার, দ্রুত ডিজিটাল পরিকাঠামোয়
নজর দেওয়া ও বিনিয়োগ নিয়ে মানুষের সচেতনতা বৃদ্ধির কারণেই দ্রুতগতিতে বদলেছে ভারতের
এই আর্থিক চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয়
বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেড়েছে। ফিক্সড ডিপোজিটের মত প্রথাগত সেভিংস
ছেড়ে এখন তাঁরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-এর মাধ্যমে স্টক মার্কেটে
সরাসরি বিনিয়োগ করছেন।আর এর মধ্যে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ডিম্যাট অ্যাকাউন্টের
সংখ্যা বেড়েছে লাফিয়ে।৫ বছর আগে এই সংখ্যাটা ছিল মাত্র ৪ কোটি। আর ২০২৫ সালের আগস্টের
হিসাব বলছে ভারতে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটিতে। NSDL আর CDSL-এর
এই তথ্যই বলছে, শেয়ার বাজারে সাধারণ মানুষের প্রবেশ কতটা বেড়েছে।
akb tv news
27.09.2025