নিজস্ব প্রতিনিধি:
সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে সেবা পাক্ষিক-২০২৫ পালন করা হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুস্টানের সূচনা করেন দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী ছাড়াও অনুস্টানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা, ঊনকোটি জেলা পরিসদের সদস্য বিমল কর, বিশিষ্ট সমাজসেবী সুরজিত পাল, জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক শিরশেন্দু চাকমা সহ আরও অনেকে। অনুস্টানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের ঊনকোটি জেলার আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা। অনুষ্ঠানে ঊনকোটি জেলার বিভিন্ন প্রান্তের দিব্যাংগদের হাতে বিভিন্ন সহায়ক উপকরণ তোলে দেওয়া হয়েছে। তাছাড়া, চিফ মিনিস্টারস স্কীম ফর পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিজএবিলিটিজের অনুদান পত্র তোলে দেওয়া হয়েছে দিব্যাংগদের হাতে। এছাড়াও ঊনকোটি জেলার বিভিন্ন এলাকার দিব্যাংগদের মধ্যে দিব্যাংগজন কৃতি খেলোয়াড় সন্মানা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন যে রাজ্যে দিব্যাংগদের জন্য পাঁচ হাজার টাকা করে যে সামাজিক ভাতা দেবার কথা বাজেটে ঘোষণা করা হয়েছিল শনিবার থেকে রাজ্যের সাড়ে আটশ দিব্যাংগদের মধ্যে তা আনুষ্ঠানিক ভাবে দেওয়া শুরু হয়। তিনি বলেন দিব্যাংগরা এই ভাতা তারা যতদিন বেঁচে যাবেন পাবেন।
akb tv news
27.09.2025