আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশে কার্যকর হয়েছে নয়া জিএসটি কাঠামো।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে নয়া জিএসটি কাঠামো। পুরনো নীতি বদলে নয়া কর কাঠামোতে রাখা হয়েছে মাত্র দুটি স্ল্যাব ৫ শতাংশ ও ১৮ শতাংশ। নয়া ব্যবস্থায় আগের তুলনায় অনেক সস্তা হতে চলেছে দুধ, পনির, ঘি, সাবান, শ্যাম্পুর মত নিত্য প্রয়োজনীয় পণ্য। দাম কমছে  এসি ও গাড়ির মত জিনিসেও। কিছু পণ্যকে আবার জিএসটি মুক্ত করেছে সরকার। এক নজরে দেখে নেওয়া যাক নয়া জিএসটি কাঠামোতে ঠিক কী কী বদল করা হল।৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর গত তেসরা সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, অতীতে  যেখানে জিএসটি ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ ছিল সেটা কমিয়ে এখন শুধুমাত্র ৫ ও ১৮ শতাংশ করা হচ্ছে। এছাড়া, তামাকজাত পণ্য, পান মশলা, নরম পানীয়, বিলাস বহুল সামগ্রী যেমন দামি গাড়ি, ইয়ট, ব্যক্তিগত বিমানে বসছে ৪০ শতাংশ কর। বেশকিছু পণ্য যেমন টাটকা ফল, সবজি, ছানা, পনির, রুটি, পরটায় কোনও ট্যাক্স লাগবে না। করমুক্ত করা হয়েছে ৩৩টি জীবনদায়ী  ওষুধকে। আগে যেখানে জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হত, এখন সেখানে কোনও জিএসটি লাগবে না। টিভি, এসি, ছোট গাড়ি ও ৩৫০ সিসি পর্যন্ত মোটর বাইক, অটো পার্টস, তিন চাকার গাড়ি কিনতে এখন ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।







    akb tv News 

    22.09.2025


    3/related/default