নিজস্ব প্রতিনিধিঃ
আগাম
ঘোষণা অনুসারে সোমবার প্রসাদ প্রকল্পে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত
পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি,
এদিন তিনি দেশবাসীর কল্যাণে ত্রিপুরেশ্বরী মায়ের উদ্দেশ্যে পূজো দেন। প্রসঙ্গত, মন্দিরের
নতুন পরিকাঠামো নির্মাণে ৪৯ কোটি টাকা ব্যয় হয়েছে। এদিন দুপুরে এমবিবি বিমান বন্দরে
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক
মজুমদার, মুখ্যসচিব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার ও পুলিশের
মহানির্দেশক সহ অন্যান্যরা। তারপর তিনি হেলিকপ্টারে
পালাটানা ওটিপিসির উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা এবং
রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেখান থেকে তিনি মন্দিরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
তারপর তিনি দেশবাসীর কল্যাণে মায়ের কাছে পূজো দিয়ে প্রসাদ প্রকল্পে মাতা
ত্রিপুরেশ্বরী মন্দিরের নবনির্মিত পরিকাঠামো ও সৌন্দর্য্যায়নের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা, সাংসদ বিপ্লব
কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ
অন্যান্যরা। ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকাকে
নতুন রূপে সাজানো হয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে উদয়পুর শহরজুড়ে
নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
akb tv News
22.09.2025