নিজস্ব প্রতিনিধিঃ
এবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে
নতুন হারে জিএসটি। নবরাত্রির শুরুতেই আত্মনির্ভরতার নতুন পদক্ষেপ। আগামিকাল থেকে
দেশেজুড়ে GST সাশ্রয় উৎসব শুরু। মহিলা থেকে ব্যবসায়ী সকলে এর সুফল পাবেন। দশকের
পর দশক ধরে আলাদা শুল্ক পদ্ধতিতে জর্জরিত ছিল দেশ। সব জায়গায় ট্যাক্সের আলাদা
আলাদা নিয়ম ছিল। এবার সূর্যোদয়ের সঙ্গে নতুন হারে জিএসটি। এই সিদ্ধান্ত ভারতের
অগ্রগতিতে তরান্বিত করবে। রবিবার সন্ধ্যায় জিএসটির নতুন কাঠামো নিয়ে বার্তায় একথা বললেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এদিন মূলত জিএসটির সংশোধিত কাঠামোর কথা
দেশবাসীকে জানালেন নরেন্দ্র মোদি। এর ফলে কতখানি উপকৃত হবে গরিব ও মধ্যবিত্ত তাও জানান
তিনি। প্রধানমন্ত্রী বলেন, “এখন থেকে শুধুমাত্র ৫ শতাংশ এবং ১৮ শতাংশ GST থাকবে।”
এর ফলে বহু জিনিসের দাম কমে যাবে। জাতির উদ্দেশে ভাষণে মোদি জানান, দেশকে
আত্মনির্ভর করতে সোমবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে। তিনি বলেন, “আগামিকাল
থেকে দেশবাসীর সাশ্রয় উৎসব শুরু হবে। এর ফলে দেশবাসীর সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অনেক
পণ্য সস্তা হয়ে যাবে।”
akb tv News
21.09.2025