নিজস্ব প্রতিনিধিঃ
ফের হিমালয়ের কোলে অবস্থিত এলাকাগুলি নিয়ে
উদ্বেগ প্রকাশ করল দেশের সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, অস্তিত্ব সংকটে রয়েছে এই
অঞ্চলগুলি। একই সঙ্গে হিমাচল প্রদেশ সরকারের কাছে একগুচ্ছ প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট।
পর্যটন, নির্মাণের মত ইস্যুতে হিমাচল সরকারের নীতি নিয়েই প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, মাসখানেক
আগেও সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছিল, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ভারতের মানচিত্র থেকেই
মুছে যেতে চলেছে হিমাচল প্রদেশ।গত কয়েক বছর ধরেই ধস, হড়পা বান, অতিবৃষ্টির মত
নানা বিপর্যয় নেমে এসেছে হিমাচলে। মাস খানেক আগেই প্রচণ্ড বৃষ্টির জেরে বন্যায় ১৭০
জনের মৃত্যু হয়েছে সেখানে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যোগাযোগ এবং পর্যটনের কথা মাথায়
রেখে সাম্প্রতিক অতীতে প্রচুর নির্মাণ হয়েছে পাহাড়ি রাজ্যটিতে। সেই কারণে প্রকৃতিও
হয়তো ক্ষুব্ধ। তাই প্রাকৃতিক বিপর্যয়ের দায় নিতে হবে মানুষকেই। বিচারপতি জেবি পারদিওয়ালা
এবং আর মহাদেবনের বেঞ্চ সাফ জানিয়ে দেয়, “বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি সবকিছু চলতে
থাকে তাহলে খুব দ্রুত এমন দিন আসতে চলেছে যেদিন ভারতের মানচিত্র থেকে হিমাচল প্রদেশ
হয়তো মুছে যাবে।
akb tv news
24.09.2025

