নিজস্ব প্রতিনিধি,
গত
২২শে সেপ্টেম্বর ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে
নিযুক্ত হন হেমন্ত ভার্মা। এর আগে ছত্তিশগড় রাজ্যের ইলেকট্রিসিটি রেগুলেটরি
কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন তিনি। তিনি সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি,
দিল্লি বিদ্যুৎ বোর্ড এবং বিসিএস রাজধানি পাওয়ার লিমিটেডের উচ্চপদস্থ নেতৃত্বেও
দায়িত্ব পালন করেছেন। ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন চেয়ারম্যান
হিসাবে নিযুক্ত হওয়ার পর বুধবার সাংবাদিক সম্মেলন করেন তিনি। সাংবাদিক সম্মেলনে
তিনি বলেন, গত ২২শে সেপ্টেম্বর আমি ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের নতুন
চেয়ারম্যান হিসাবে শপথ নিয়েছি। প্রথমেই আমি ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানায়, সরকার
আমার উপর বিশ্বাস করে আমাকে ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান
হিসাবে দায়িত্ব দিয়েছে। ত্রিপুরায় আসার আগে আমি ছত্তিশগড় রাজ্যের ইলেকট্রিসিটি
রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলাম। সেই পদে আমি সাড়ে চার বছর কাজ
করেছি। যেহেতু আমি ত্রিপুরায় এসেছি, আমি আমার কাজের ৩৭ বছরের অভিজ্ঞতা দিয়ে কাজ করব। তাই আমি যেহেতু ত্রিপুরার দায়িত্ব
নিয়েছি , সেক্ষেত্রে কেন্দ্র সরকারকে ফোকাস করে আমি ত্রিপুরা রাজ্যের ভোক্তাদের
জন্য কাজ করব বলে তিনি আশ্বস্থ করেন।
akb tv news
24.09.2025

