আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের।। AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধিঃ

    ফের একবার ভারতীয় বিনোদন দুনিয়ায় আছড়ে পড়ল শোকের ছায়া।বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু হল জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। সেখানেই রহস্যমৃত্যু হয় ওই গায়কের।মৃত্যুকালে জুবিন গর্গের বয়স হয়েছিল ৫২ বছর। এদিকে বলিউড মাধ্যম সূত্রে খবর, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে প্যারাগ্লাইডিং করতে যান তিনি। ঠিক সেসময়েই বিপত্তি ঘটে! জানা গিয়েছে, প্যারাগ্লাইডিং করার সময়ে আচমকাই সমুদ্রের মধ্যে পড়ে যান জুবিন। অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন। খবর পেয়েই, সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গর্গ। প্রসঙ্গত, জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন। গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মত সিনেমায়। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০-এর মত সিনেমায় দিয়েছেন কণ্ঠ। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তবে বছর খানেক ধরেই শরীর ভাল যাচ্ছিল না জুবিনের। গায়কের ঘনিষ্ঠ মহলও একাধিকবার তাঁর বিরুদ্ধে অত্যাধিক মদ্যপানের অভিযোগ তুলেছে। যার জেরে তাঁর একাধিক শো-ও বাতিল সাম্প্রতিক অতীতে। একসময়ে যে গায়কের কণ্ঠে ‘ইয়া আলি…’ শুনে গোটা দেশে ঝড় উঠেছিল।শুক্রবার তাঁর মর্মান্তিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগৎ।

     




    akb tv News 

    19.09.2025



    3/related/default