আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শনিবার বিহারের গয়া সফরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পিতৃপক্ষ মহাসঙ্গম উপলক্ষে শনিবার বিহারের গয়া সফরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। গয়ার  ঐতিহাসিক বিষ্ণুপদ মন্দিরে তিনি পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষের জন্য পবিত্র ‘পিণ্ড দান’ করবেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে গয়া জেলা প্রশাসন ইতিমধ্যেই উচ্চ সতর্কতায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনাও চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির কনভয়ের নির্বিঘ্ন গতিবিধির জন্য ওই দিন শহরে কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ ও পথ পরিবর্তনের নির্দেশিকা জারি করা হয়েছে। বিমান বন্দর থেকে বিষ্ণুপদ মন্দির পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যাত্রাপথ নির্ধারিত হয়েছে — ডোভি-গয়া প্রধান সড়ক হয়ে, গেট নম্বর ৫ বাইপাস, ঘুঘরি তাড় বাইপাস, নারায়ণী সেতু, ও বাঙালি আশ্রম হয়ে তিনি মন্দিরে পৌঁছাবেন। ফিরতি পথও একই রুট ধরে হবে। এই রুটে রাষ্ট্রপতির সফরের সময় ডোমুহান থেকে শিকারিয়া মোড় গেট নম্বর ৫ থেকে সিটি পাবলিক স্কুল, চাঁদ চৌড়া মোড়, বাঙালি আশ্রম, এবং ঘুঘরি তাড় বাইপাস পর্যন্ত সমস্ত যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। নিরাপত্তার জন্য এসব পথে ব্যারিকেড বসানো হয়েছে এবং বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের জন্য।




    akb tv News 

    19.09.2025

     

     

     

     

     


    3/related/default