শনিবার, ২০ সেপ্টেম্বর সকাল ১১ ’টায় খোয়াই জেলা শিক্ষা দপ্তর প্রাঙ্গণে খোয়াই জেলা প্রশাসনের নির্দেশ মেনে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা প্রীতম ভট্টাচার্য্য‚ সৌর প্রতিম শর্ম্মা‚ খোয়াই জেলা হাসপাতালের কর্মকর্তা সুপ্রিয় মোদক প্রমুখরা। রক্তদান শিবিরে স্বাগত বক্তব্য রাখেন প্রীতম ভট্টাচার্য্য‚ এরপর রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা রাখেন সৌরপ্রতিম শর্ম্মা ও সুপ্রিয় মোদক।এই দিন রক্তদান শিবিরে ১২ জন রক্তদানে অংশগ্রহণ করেন‚ তাদের প্রত্যেকে ব্যাজ্ পড়িয়ে শুভেচ্ছা জানিয়ে শংসাপত্র প্রদান করা হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২০শে সেপ্টেম্বর ২০২৫

.jpeg)


.jpeg)