আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পিসির বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক যুবক।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের মর্মান্তিক ঘটনা ঘটল।আগরতলার এক যুবক উদয়পুর মহকুমার রাজনগর পিসির বাড়িতে বেড়াতে গিয়ে গোমতী নদীতে তলিয়ে গেল।নিখোঁজ যুবকের নাম অঙ্কিত দাস। তার বাড়ি আগরতলা ইন্দ্রনগর এলাকায়।শনিবার উদয়পুর পিসির বাড়িতে বেড়াতে যায় অঙ্কিত। এদিন সকালে তিন বন্ধু মিলে উদয়পুর গোমতী নদীতে স্নান করতে যায়। স্নান করতে গিয়ে অঙ্কিত নদীর জলে ডুবে যায়। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা তাকে উদ্ধার করতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেয়।খবর পেয়ে ছুটে আসে এন ডি আর এফ বাহিনী। অঙ্কিতকে উদ্ধার করার জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে।





    akb tv News 

    20.09.2025

     


    3/related/default