নিজস্ব প্রতিনিধিঃ
আমেরিকায় কোম্পানি গুলিতে কর্মরত বিদেশি কর্মীদের নিয়োগে এবার
রাশ টানতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যে শুক্রবার একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করলেন তিনি। ঘোষণাপত্র
অনুযায়ী, এবার এইচ-১বি ভিসার জন্য বছরে এক লক্ষ মার্কিন ডলার দিতে হবে।এব্যাপারে ট্রাম্প প্রশাসনের
বক্তব্য, এই সিদ্ধান্তের ফলে কোম্পানিগুলি এমন দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করবে, যাঁদের
কাজ আমেরিকান কর্মীরা করতে পারবেন না। এইচ-১বি ভিসা নিয়ে আমেরিকায় বহু ভারতীয় বিভিন্ন
কোম্পানিতে কাজ করেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে ভারতীয় কর্মীদের আমেরিকায় গিয়ে কাজে
প্রভাব পড়তে পারে।শুক্রবার ওভাল অফিসে এই ঘোষণা পত্রে স্বাক্ষর
করার পর ট্রাম্প বলেন, “কোম্পানিগুলির
কর্মী দরকার। আর এই ঘোষণাপত্র নিশ্চিত করবে যে আমেরিকা এবার দক্ষ কর্মী পাবে।” ঘোষণাপত্রে
স্বাক্ষর করার পর ট্রাম্প আশা প্রকাশ করেন যে, তাঁর এই পদক্ষেপের বিরোধিতা করবে না
শিল্প মহল।
akb tv News
20.09.2025

