নিজস্ব প্রতিনিধি:
২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার একাত্ম মানবতাবাদের প্রণেতা পন্ডিত দীনদয়াল
উপাধ্যায়ের জন্ম জয়ন্তী।এই উপলক্ষে আগরতলার
মুক্তধারা প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য ও তথ্য
ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্ভিসার চক্রবর্তী সহ অন্যান্যরা।তথ্য ও সংস্কৃতি দফতরের
উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে
মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদেরকে একটা অর্ডারের মধ্যে থাকতে হবে। আমাদের যে কৃষ্টি
সংস্কৃতি পরম্পরা সেটাকে নিয়ে চিন্তা করতেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়। ততকালিন সময়ে
যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু তিনি আসলে বুঝতে পারছিলেন না যে কমিউনিজম না
সোসিওলিজম নিয়ে চলব। শেষ পর্যন্ত একটা জোড়াতালি দিয়ে চলেছেন বলে তিনি জানান।
akb tv news
25.09.2025

