আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এডিশন্যাল এসপি ধ্রুব নাথের কাছে ডেপুটেশন দিল টিএসএফ ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    আসন্ন দুর্গাপূজা। এই উপলক্ষে বিভিন্ন ক্লাব ও পূজা কমিটির পক্ষ থেকে ছাত্রদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা তোলা হচ্ছে বলে এমনটাই অভিযোগ তুলেছে টিএসএফ। এরই বিরুদ্ধে বৃহস্পতিবার এডিশনাল এসপি ধ্রুব নাথের কাছে ডেপুটেশনে মিলিত হন সংগঠনের  নেতৃত্বরা। টিএসএফ-এর তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগরতলায় এসে পড়াশোনা করছে এমন অনেক ছাত্র-ছাত্রীকে পূজা চাঁদার নামে বড় অঙ্কের অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। যেহেতু এদের অনেকেই সাধারণ বা নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাই এই আর্থিক চাপ তাদের মানসিক ও অর্থনৈতিক কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। টিএসএফ জানিয়েছে, তারা দুর্গাপূজার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে শ্রদ্ধা করে, কিন্তু কারও উপর জোর করে চাঁদা তোলা সম্পূর্ণ অনৈতিক। চাঁদা দেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করা উচিত – কেউ ১০ টাকা দিতে চাইলে, তাতেও কেউ বাধা দিতে পারে না। বিশেষ করে এমন অবস্থায়, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, কোন ক্লাব বা সংস্থা কারও উপর জোর করে চাঁদা চাপিয়ে দিতে পারে না, তখনো এই প্রথা অব্যাহত থাকা উদ্বেগজনক। টিএসএফ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে, অবিলম্বে এই চাঁদা আদায় বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হোক।





    akb tv news 

    25.09.2025


    3/related/default