আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বেহাল রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে। পুরনো মোটরস্ট্যান্ড এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের নামে বেশ কিছুদিন যাবত একপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল।রবিবার সেই রাস্তার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা। আজ থেকে সেই বন্ধ করে রাখা রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানালেন মেয়র। লক্ষ্মী পূজার পর স্থায়ীভাবে সেই রাস্তা সংস্কার করা হবে। পাশাপাশি সেই জায়গায় ফুটপাতে ব্যবসা করা ২২ জনকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন মেয়র। 





    akb tv News 

    21.09.2025

     


    3/related/default