নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে গত ১৭ই সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা পাক্ষিক’ কার্যক্রম। এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা দেশব্যাপী ৭৫টি স্থানে আয়োজন করছে ‘নমো যুব যাত্রা’। এরই অঙ্গ হিসাবে রবিবার সকালে রাজধানী আগরতলায় আয়োজিত হল এক বিশেষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, যেখানে যুব সমাজের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মত। এদিন সকাল ৭টা নাগাদ রাজধানীর ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে সূচনা হয় এই নমো যুব যাত্রার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে পতাকা নেড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব, যুব মোর্চার কর্মী ও বিপুল সংখ্যক যুবক-যুবতী। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, যুব সমাজ যদি নেশার কবল থেকে মুক্ত থেকে শক্তি, মেধা ও সৃজনশীলতার পথে এগিয়ে যায়, তবেই সুস্থ সমাজ গড়ে উঠবে। এদিন তিনি বলেন দেশের ৩৫ বছরের নিচে ৬৫ শতাংশ যুব সম্প্রদায়। পৃথিবীর এত বড় যুব সম্প্রদায় আর কোথাও নেই। তাদের যদি সদ্ব্যবহার করা হয় তবে দেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না। প্রধানমন্ত্রী সেটাই আমাদের বার বার বোঝাতে চেয়েছেন। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যও যুবসমাজকে উৎসাহিত করে জানান, নেশা থেকে দূরে থেকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়েই আগামী প্রজন্ম সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে। ভারতীয় জনতা যুব মোর্চার এই উদ্যোগ শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং এক দৃঢ় অঙ্গীকার নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা গড়ার । যুবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রমে নতুন উদ্দীপনা দেখা গেছে, যা আগামী দিনে সমাজকে নেশামুক্ত করার আন্দোলনকে আরও ত্বরান্বিত করবে। এই ম্যারাথনে শতাধিক তরুণ-তরুণী অংশ নেন। রাজপথ জুড়ে এদিন ভেসে ওঠে স্লোগান— “একটাই সংকল্প, নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা।‘নমো যুব যাত্রা’ শুধু আগরতলাই নয়, সারা দেশের বিভিন্ন প্রান্তে একই বার্তা ছড়িয়ে দিচ্ছে— যুবসমাজকে সুস্থ, সৃজনশীল ও আত্মনির্ভর ভারতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক অদম্য প্রচেষ্টা।
akb tv News
21.09.2025