আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তেলিয়ামুড়া আর.ডি.ব্লকের উদ্যোগে স্বচ্ছতা অভিযানঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ইং, তেলিয়ামুড়া আর.ডি.ব্লকের উদ্যোগে একদিন, একঘন্টা স্বচ্ছতা অভিযান সফলভাবে সম্পন্ন হয়। উক্ত অভিযানে ইউনাইটেড সোশ্যাল ভোলান্টিয়ার্স এর স্বেচ্ছাসেবকেরা সক্রিয় ভূমিকা পালন করেন।


    উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ইউনাইটেড সোশ্যাল ভোলান্টিয়ার্সের সহসভাপতি নির্মল সুত্রধর, বিডিও বিপ্লব আচার্যী, ইউনাইটেড সোশ্যাল ভোলান্টিয়ার্স এর সম্পাদক সুনির্মল বিশ্বাস, সহসম্পাদক অশোক শীল এবং সন্মানিত সদস্য বিশ্বনাথ শঙ্খনিধি, ব্রজগোপাল দেবনাথ, মিঠুন শীল, প্রণয় মল্লিক, রজত শঙ্খনিধি, টিটু সরকার, স্নেহাশীষ ঘোষ ও অন্যান্য সদস্যবৃন্দ।




    পরিশেষে ইউনাইটেড সোশ্যাল ভোলান্টিয়ার্স এর পক্ষ থেকে  সকলকে আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৫শে সেপ্টেম্বর ২০২৫

     

    3/related/default