নিজস্ব প্রতিনিধি:
প্রথমে হয়েছিল বিহার রাজ্যে। বিহারের পর দেশজুড়েই
শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে সে প্রস্তাব
পাশ হয়ে গিয়েছে। তবে বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলাকালীন যে ভুলভ্রান্তিগুলি
হয়েছিল, সেগুলির পুনরাবৃত্তি গোটা দেশের ক্ষেত্রে করতে চাইছে না আর কমিশন। সেকারণে
গোটা দেশে SIR চালু করার আগে রাজনৈতিক দলগুলির পরামর্শ চাইতে পারে কমিশন।বিহারে
গত জুন মাসে SIR প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়া শুরুর আগে তাড়াহুড়ো করে কোনওরকম
সর্বদল বৈঠক ডাকেনি নির্বাচন কমিশন। তারপর গোটা প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে নানারকম
প্রশ্নে বিদ্ধ হতে হয়েছে নির্বাচন কমিশনকে। এমনকী মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। এবার
সেসব ঝক্কি এড়াতে আগেভাগেই রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা সেরে নেওয়া হবে বলে কমিশন
সূত্রে জানা গেছে।
akb tv news
26.09.2025

