নিজস্ব প্রতিনিধি:
রবিবার মহাষষ্ঠীর সকালে এস এফ আই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রাজধানীর ছাত্র
যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন
মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ এস এফ আই’র কার্যকর্তারা।শিবিরের সূচনা করেন রাজ্যের প্রাক্তন
মুখ্যমন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এস এফ আই সদর বিভাগীয় কমিটি
প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। আমি যা লক্ষ্য করলাম অন্যান্য বারের তুলনায়
এবার তাদের রক্তদানের সংখ্যাটা তুলনা মূলক ভাবে বেড়েছে। এটা উৎসাহজনক ও অভিনন্দন ব্যঞ্জক।
যদিও কয়েকজন মেয়ে এসেছিল রক্ত দিতে, কিন্তু তারা রক্ত দিতে পারেনি। তাদের শারীরিক কিছু
সমস্যা আছে। কিন্তু রক্তদানে এই যে আগ্রহ, সেটা কিন্তু ইতিবাচক বলে তিনি জানান।
akb tv news
28.09.2025