নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দুর্গাপুজা উপলক্ষে শুক্রবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে জনজাতিদের
নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহারাণী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের
উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার
সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের
সূচনা করেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে তিনি তাঁর ভাষণে বলেন,
আমাদের জীবনে রাজনৈতিক দিকটি বিশেষ গুরুত্বপূর্ণ। সেখানে কেউ মন্ত্রী হবে, আবার কেউ
মন্ত্রী হবে না। অনেক শিশুরা বলে থাকে যে রাজনীতি করব না, রাজনীতি হল নোংরা জিনিস।
রাজনীতি ভাল না। রাজনীতি না করলে কিভাবে বুঝবে যে এটা ভাল না খারাপ। আমরা রাজনীতি করলেই
সবকিছু পরিস্কার হবে বলে তিনি জানান।
akb tv news
26.09.2025