আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২১৪ জন নতুন চিকিৎসক ও ১২ জন লাইব্রেরিয়ানের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন চিকিৎসক ও স্কুল লাইব্রেরিয়ান চাকরিপ্রাপ্তদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, স্বাস্থ্য দফতরের সচিব কিরন গিত্তে, স্বাস্থ্য দফতরের অধিকর্তা প্রফেসর ডঃ তপন মজুমদার ও বিদ্যালয় শিক্ষা দফতরের অধিকর্তা সহ আরও অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আজকে সত্যিই একটি খুশির দিন। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বা এনএমসি ও ডব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে রোগী ও চিকিৎসক এর মধ্যে যে অনুপাত থাকা দরকার তা যতটুকু কমানো যায় তার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে আরও চিকিৎসক নিয়োগ করা হবে রাজ্যে। রাজ্য সরকার স্বচ্ছতার মাধ্যমে এখন পর্যন্ত ডাইহারনেস সহ ২০৩৬ জনকে সরকারি চাকরি প্রদান করেছে। এছাড়া বিভিন্নভাবে কর্মসংস্থানের মধ্য দিয়ে বেকার যুবক যুবতীদের কিভাবে আত্মনির্ভর করা করা যায় সেই লক্ষ্য সরকার কাজ করছে। ত্রিপুরা যে ঠিক ঠিকভাবে চলছে তা প্যারামিটার দেখলে বোঝা যায়।  চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, কাজের মধ্য দিয়ে মানুষের জন্য ত্যাগ স্বীকার করা, ভালো ব্যবহার করা, যাতে সমাজের মধ্যে নিজেকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিনে পথ চলা শুরু করবেন। তাতে নিজেদের যেমন আনন্দ বোধ করবেন ঠিক তেমনি অভিভাবকরাও আরো বেশি সন্তানের জন্য গর্ববোধ করবেন বলে তিনি জানান। অনুষ্ঠানে ২১৪ জন নতুন চিকিৎসক এবং ১২ জন লাইব্রেরিয়ান এর হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।  

     






    akb tv news 

    26.09.2025


    3/related/default