নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্যে দলবদলের পালা জারি রয়েছে। প্রায় প্রতিদিনের মত বৃহস্পতিবারও করবুকে
৮ পরিবারের মোট ৩৫ জন যুব ভোটার বিজেপি এবং তিপ্রা মথা দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান
করেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিসিসি সেক্রেটারি কমল দেওয়ান, গোমতী জেলা
যুব কংগ্রেস সভাপতি ইন্দ্রজিৎ দাস ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা
সহ অন্যান্য নেতৃত্বরা।এদিন নবাগতাদেরকে দলে বরন করে নেন উপস্থিত দলের নেতৃত্বরা।নবাগতারা
এখন দলের হয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
Akb tv news
04.09.2025