নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার রাজধানীর বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন
করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ও বিধায়ক
ভগবান দাস সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বলেন, গত তেসরা সেপ্টেম্বর
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের নেতৃত্বে ৫৬তম জি এস টি কাউন্সিলের গুরুত্বপূর্ণ
বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলির মধ্যে আমরা দেখতে পায় যে
বিভিন্ন ক্ষেত্রে জি এস টি হ্রাস করা হয়েছে। আবার কোন কোন জায়গায় জি এস টিকে জিরো করা
হয়েছে। আমরা এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে সেকথা
জানাতে চাই। তার সঙ্গে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী
নির্মলা সিতারমনকে অসংখ্য ধন্যবাদ জানায় বলে তিনি জানান।
Akb tv news
04.09.2025