আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উদয়পুর রমেশ চৌমুহনিস্থিত "সুনীল শীলা মঞ্চে" সাড়ম্বরে অনুষ্ঠিত হল মনু থেকে ফেনী প্রকাশনা উৎসব ২০২৫ ঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    গুরুত্বপূর্ণ নয়টি বই প্রকাশকে কেন্দ্র করে গত ৩১ শে আগস্ট উদয়পুর রমেশ চৌমুহনিস্থিত "সুনীল শীলা মঞ্চে"  সাড়ম্বরে অনুষ্ঠিত হল মনু থেকে ফেনী প্রকাশনা উৎসব ২০২৫। অভিনব রীতিতে গাছে জলসিঞ্চন করে উৎসবের শুভ সূচনা করেন উদ্বোধক দেবল দেবরায়, সভাধিপতি, গোমতী জেলা। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সুনীল শীলা মঞ্চের শিল্পীবৃন্দ। স্বাগত ভাষণ রাখেন মনু থেকে ফেনী প্রকাশনার কর্ণধার প্রকাশক বিজন বোস। উদ্বোধনী অনুষ্ঠানে এরপর নয়টি বই প্রকাশ করা হয়। বইগুলি যথাক্রমে ১) সিদ্ধার্থ সিংহের 'মৌ পিউল এবং অন্যান্য শ্রুতি নাটক', ২) শঙ্খ অধিকারীর 'গ্রামের নাম কানিমহুলী', ৩) তিমির বরণ চাকমার 'বিনয়ন শখ', ৪) ড. রঞ্জিত দের 'বাংলাছড়া ও লোক সাহিত্য', ৫)নিমাই বারুইয়ের 'সহিংসতা সময়ে গৌতম বুদ্ধের দর্শন', ৬) ডক্টর রবীন্দ্র কুমার দত্তের 'মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে স্বামী গহণানন্দজি মহারাজ', ৭) সিদ্ধার্থ সিংহের  'আজ বাড়ি ফাঁকা', ৮) নিত্যানন্দ সরকারের 'নাট্য চিন্তন - বাস্তব' এবং ৯) বিজন বোস সম্পাদিত 'ছন্দ ছড়ায় আনন্দ।


    এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতল মজুমদার, পৌরপিতা উদয়পুর। বিশেষ অতিথি কবি ও কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, কোলকাতা। সম্মানিত অতিথি কবি মিলনান্তি দত্ত, সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি এস গম্ভিনি, নাট্যকার নিত্যানন্দ সরকার, নাট্যকার ও এসডি পি ও ,সাব্রুম ,কবি সাংবাদিক কিংশুক ভট্টাচার্য,সভাপতি ডায়মন্ড হারবার প্রেসকর্নার ও শাহাদাত আলী শেখ, সাংবাদিক গণশক্তি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরার বিশিষ্ট লেখিকা নিয়তি রায় বর্মন। এদিন স্বাগত ভাষণ রাখেন প্রকাশনার কর্ণধার বিজন বোস। প্রধান অতিথির ভাষণে উদয়পুর পুর পরিষদের পৌর পিতা শীতল মজুমদার মহাশয় বলেন, অবক্ষয়িত সমাজকে দিশা প্রদানের জন্য বইয়ের গুরত্ব অপরিসীম।  এই সময়ে গুরুত্বপূর্ণ একটি বই উৎসবের জন্য উদয়পুরকে বেছে নেওয়াতে প্রধান অতিথি মনু থেকে ফেনী প্রকাশনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কোলকাতা থেকে আগত কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহ , সাহিত্য একাডেমী পুরস্কার প্রাপ্ত কবি এস,গম্ভিনী সহ আরো বেশ কয়েকজন অতিথি প্রকাশনা উৎসবের গরিমা বৃদ্ধি করেছেন।

    সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে মনু থেকে ফেনী জীবন কৃতি সম্মাননা ২০২৫ প্রদান করা হয় ঋষি কবি মিলন কান্তি দত্তকে , মনু থেকে ফেনী সাহিত্য সম্মাননা -২০২৫ পান বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, তরুণ কবি সম্মাননা  সপ্তশ্রী কর্মকার, মনু থেকে ফেনী লিটল ম্যাগাজিন সন্মাননা প্রদান করা সৃষ্টি সাহিত্যপত্র, বিলোনিয়া, মনু থেকে ফেনী শ্রেষ্ঠ প্রকাশনা সম্মাননা লাভ করেন গোবিন্দ ধর, স্রোত প্রকাশনা, মনু থেকে ফেনী নৃত্যশিল্পী সম্মাননা  প্রদান করা হয় শাশ্বতী কর্মকার । অমৃত বোস সমাজবন্ধু সম্মাননা যুগ্মভাবে  রামু সাহা,বিশিষ্ট সমাজসেবী এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ এলামণি এসোসিয়েশনকে প্রদান করা হয় । সভাপতি নিয়তি রায় বর্মনের বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে। অধিবেশনটির সঞ্চালিকা ছিলেন সংঘমিত্রা নিয়োগী।

    দ্বিতীয় অধিবেশনে অন্য ভাষার কবি সম্মেলনে ত্রিপুরার আঞ্চলিক ভাষাভাষীর কবিরা যথাক্রমে মধুসূদন দেববর্মা ,ক্রাইরী মগ চৌধুরী, প্রগতি চাকমা,শ্যামলী দেববর্মা,শর্মিলা দেববর্মা, শিশু শিল্পী আরাধ্যা দেববর্মা প্রমুখ তাদের নিজস্ব ভাষায় কবিতা পাঠ করেন। পাশাপাশি অনেকেই বাংলা অনুবাদ সহ কবিতার মর্মার্থ তুলে ধরেন।

    তৃতীয় অধিবেশনের বিষয় ছিল বইয়ের উপর আলোচনা । কবি ও লেখক দেবাশীষ চক্রবর্তী রবীন্দ্র কুমার দত্তের 'মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে স্বামী গহনানন্দজি মহারাজ' বইটির উপরে দীর্ঘ আলোচনা রাখেন। মঞ্চে আসীন ছিলেন কবি কৃষ্ণ কুসুম পাল, শান্তিপ্রিয় ভৌমিক ও প্রবীর চক্রবর্তী।  মনু থেকে ফেনীর লেখক স্বজন হিসাবে বিভুলাল চক্রবর্তী,রতন চক্রবর্তী, মাধুরী লোধ, নিত্যানন্দ সরকার, জহর দেবনাথ, তিমির বরণ চাকমা ও শিবজ্যোতি দত্তকে শুভেচ্ছা পত্র দিয়ে সম্মানিত করা হয়।

    লেখক বিভুলাল চক্রবর্তীর বই 'মোক্ষদার ডায়েরী' র বিক্রির ওপর সাম্মানিক পনেরো হাজার টাকার চেক লেখকের হাতে তুলে দেন প্রকাশক বিজন বোস।এই অধিবেশনের সঞ্চালিকা ছিলেন সুমিতা রায় বর্ধন।

    মধ্যাহ্ন ভোজের পর চতুর্থ অধিবেশনে কবি সম্মেলন শুরু হয় বেলা দুটোর সময়। উদয়পুর সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় আশি জন কবি একে একে কবিতা পাঠ করেন। সঞ্চালনা করেন নন্দিতা ভট্টাচার্য।

    এদিন প্রকাশনার কর্ণধার বিজন বোস বলেন, সাহিত্য হল মানুষের চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা ও কল্পনাকে শিল্পিত রূপে প্রকাশ করার একটি মাধ্যম। এটি কেবল লেখালেখিই নয়, বরং এক ধরনের শিল্প যা সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে এবং মানুষের মনে গভীর প্রভাব ফেলে। সেই শিল্পেরই প্রতিচ্ছবি আজ প্রতিফলিত হলো মন্দির নগরী উদয়পুরস্থিত সুনীল শীলা মঞ্চে। এদিনের উৎসবটিকে সফল করে তোলার জন্য উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

    এভাবে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অধিবেশন মিলিয়ে মোট সাতটি বিভাগে সম্পূর্ণ হয় অনুষ্ঠান । সংগীত পরিবেশনে  করেন রীতা পাল, মিঠু রায় ও শুক্লা রানী দাস । নৃত্য পরিবেশনায় ছিল শিশু শিল্পীরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মনু থেকে ফেনী প্রকাশনা উৎসব কমিটির জয়েন্ট কনভেনর  দেবাশীষ চক্রবর্তী।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১০ই আগস্ট ২০২৫







     

    3/related/default