নিজস্ব প্রতিনিধিঃ
হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করার পর শুক্রবার প্রকৃত মালিকদের হাতে মোবাইল গুলি তুলে দেয় পশ্চিম থানার পুলিশ। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক।তিনি বলেন, হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে আজ প্রকৃত মালিকদের হাতে সপে দেওয়া হয়। এর মাধ্যমে ১২টি মোবাইল সি আই আর পোর্টালের মাধ্যমে ব্লক করা হয়েছিল। সি আই আর পোর্টালটি হল কেন্দ্রীয় রেজিষ্টারভুক্ত একটি পোর্টাল।কারোর যদি মোবাইল হারিয়ে যায় তাহলে সে ওই পোর্টালে রিপোর্ট করতে পারবেন।এদিন হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে খুশি মালিকরা। তারা ত্রিপুরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
Akb tv news
05.09.2025

