নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার ৫টি বাইক উদ্ধার করা হয় রাজধানীর
গোয়ালাবস্তি এলাকা থেকে।এদিন এনসিসি থানার পুলিশের তল্লাশি অভিযানে আটক করা হয় দু’জনকে।এদিন
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার পুলিশ অফিসার জানান, আসন্ন দুর্গা পূজাকে
সামনে রেখে আজ গোয়ালাবস্তি এলাকায় নেশা বিরোধী অভিযান সংগঠিত করা হয়। আমাদের কাছে গোপন
সূত্রে খবর ছিল যে, গোয়ালাবস্তি এলাকায় কয়েকটি বাড়িতে নেশা বানিজ্য চলছে। সেই খবরের
উপর ভিত্তি করে আমরা এই অভিযান চালায়। আমরা, টি এস আর ও সি আর পি এফ নিয়ে এলাকায় অভিযান
চালিয়ে দু’জনকে আটক করি। এই ধরনের অভিযান জারি থাকবে বলে তিনি জানান।
Akb tv news
05.09.2025

