নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার গভীর রাতে শহরতলীর প্রতাপগড় সিপিআইএম পার্টি অফিসের সামনের অংশ
কে বা কারা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।জানা গেছে, অফিসটি জোত জমির উপর থাকায় ইতিপূর্বে
বেশ কয়েক বার অফিসটি দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হয়েছে।শুক্রবার রাতে পুনরায় পার্টি
অফিসটির সামনের অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে শনিবার সকালে অফিসটি
পরিদর্শন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন উনার
সঙ্গে ছিলেন সিপিআইএম পশ্চিম জেলার সম্পাদক রতন দাস ও ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক সমর চক্রবর্তী।পরিদর্শন কালে সাংবাদ মাধ্যমের
মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বার বার বিরোধী দলের পার্টি অফিস আক্রান্ত
হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
akb tv News
20.09.2025

