আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিককে স্মরণ করলো আগরতলা প্রেসক্লাবঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    এক হৃদয়স্পর্শী অনুষ্ঠানের মধ্যদিয়ে রবিবার  আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সদস্য এবং দৈনিক সংবাদ পত্রিকার প্রাক্তন বার্তা সম্পাদক প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিককে স্মরণ করলো আগরতলা প্রেসক্লাব। ব্যক্তি মানুষ হিসেবে তিনি ছিলেন অনন্যবোধের অধিকারী। উনার সততা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দিকটিও স্মৃতিচারণায় উঠে এসেছে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকারসহ বরিষ্ঠ সাংবাদিকদের আলোচনায়।





    এদিন সন্ধ্যা পাঁচটায় আগরতলা প্রেসক্লাবের হলঘরে হয় শোক সভা। শুরুতেই প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিককে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদ কর্মী সহ তাদের পরিবারের লোকজন। এই আলোকময় ব্যক্তি ছিলেন কঠোর ও কঠিন পথের সার্থক উত্তরসূরী।

    স্মৃতিচারণে শোক প্রস্তাব পাঠ করেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে। এরপর সকলে কিছু সময় দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অগণিত মানুষের হৃদয় জয় করা প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের স্মৃতিচারণা করে আলোচনা করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক বিমান ধর, আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি চিত্রা রায়, সম্পাদক  সঞ্জীব দেব, বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক সঞ্জয় পালসহ প্রদীপ দত্ত ভৌমিকের পরিবারের সদস্যা।


    আগরতলা প্রেসক্লাবের তরফে প্রয়াত সদস্য প্রদীপ দত্ত ভৌমিকের পুত্র প্রবুদ্ধ দত্ত ভৌমিকের হাতে শোক লিপি তুলে দেওয়া হয়। প্রয়াত সদস্যের কর্মজীবনের সততা একনিষ্ঠতা এবং সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সাংবাদিকতার মান উন্নয়নের প্রশ্নেও তারা যে অতুলনীয় অবদান রেখে গেছেন সেটা পালনের মধ্যে দিয়ে তাদের প্রকৃত শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন সকলেই।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১৩ই সেপ্টেম্বর ২০২৫


     

    3/related/default